সুনামগঞ্জ (তাহিরপুর প্রতিনিধি: দৈনিক যুগান্তর পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ বছরে পদাপর্ণ উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলার টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় হল রুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন।
স্বজন সমাবেশের উপজেলা সমন্বয়কারী সমির সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন, পুলিশ পরিদর্শক( ক্রাইম) তাহিরপুর সার্কেল মো. গোলাম কিবরিয়া, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজি ইউনুছ আলী, থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজি মো. রৌজ আলী, টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. খায়রুল আলম, থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আহমেদুল আরেফিন, দৈনিক মানব জমিন পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি এম, এ রাজ্জাক, বাগলী চুনাপাথর আমদানি কারক সমিতির সভাপতি খালেদ মোশারফ, সহ সভাপতি উমর আলী,বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে আগত অতিথিগণকে নিয়ে টেকেরঘাট জামে মসজিদের ইমাম মুফতি আশরাফুল আলম সকল ভাষা শহীদ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদগণ, জাতীয় চার নেতা এবং যমুনা গ্রপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পে থাকা জেলা প্রশাসকের পরিদর্শন বাংলোর সামনে থেকে আগত অতিথি, সুশীল সমাজের নেতৃবৃন্ধ, স্বজনদের অংশ গ্রহনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রকল্পের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চুনাপাথর খনি প্রকল্পের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় চত্বরে এসে সমাপ্ত হয়।
আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিলে তাহিরপুর থানার এসআই হেলাল উদ্দিন, টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সহকারি বিট অফিসার এএসআই আব্দুস সহিদ, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. নাজিম উদ্দিন, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মনোয়ারা আজাদ, সাংবাদিক সাবজল হোসাইন, শিক্ষক মিজানুর রহমান ডালিম, সাংবাদিক রাহাদ হাসান মুন্না, মণিরাজ শাহ, সৈকত হাসান, আওয়ামী লীগ নেতা হাজি সুরুজ মিয়া, ইউপি সদস্য শাফিল মিয়া, ইউপি সদস্যা সেলিনা আক্তার,কয়লা ব্যবসায়ী শামীম আহমদ তালুকদার, আব্দুর রব, আতাউর রহমান, আইনুল হক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও স্বজন সমাবেশের সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন টেকেরঘাট জামে মসজিদের ইমাম মুফতি আশরাফুল আলম ও গীতা পাঠ করেন সমীর সরকার।
এদিকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালী শেষে অনুষ্ঠানে আগত শতাধিক অতিথিগণকে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের অতিথি ভবনে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আপ্যায়ন করেন স্বজনরা।
Leave a Reply