দিনাজপুরের ঘোড়াঘাট-হাকিমপুর ও বিরামপুর উপজেলা পনরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ ও মত বিনিময়

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে দিনাজপুর জেলার প্রথম পর্যায়ের তিনটি উপজেলা (ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের মাঝে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিদ্ব›ন্দ্বী প্রার্থীদের নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার মোঃ কামরুল ইসলাম (সিনিয়র জেলা নির্বাচন অফিসার)।

এরপর উপস্থিত তিনটি উপজেলার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের তাদের পছন্দমত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোঃ কামরুল ইসলাম (সিনিয়র জেলা নির্বাচন অফিসার)।

ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন এর মধ্যে অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম রবি পেয়েছেন কাপ পিরিচ প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরমধ্যে বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ পেয়েছেন টেলিফোন প্রতীক, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক এবং মোঃ আমিনুল ইসলাম পেয়েছেন আনারস প্রতিক। অপরদিকে একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ শাহিনুর ইসলাম শাহীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পারুল নাহার।

এছাড়াও বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পারভেজ কবির পেয়েছেন ঘোড়া প্রতীক এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী নির্বাচনে