1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২১৬ Time View

নিজস্ব প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া সড়কের মোবারকপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে

নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী পাটোয়ারীপাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪২)। হামিদুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ শাখার ব্র্যাকের ক্রেডিট অফিসার এবং সুশান্ত রায় পেশায় একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রেলগেটের পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেলে দুজন আরোহী রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় খুলনাগামী রকেট মেইল নামের একটি ট্রেন রেলগেট অতিক্রম করলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে আরোহীরা প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টায় পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী রেলওয়ের কিম্যান মো. বিপ্লব ইসলাম বলেন, ‘আমি ওই সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলাম। উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর দিকে আসছিল। আচমকা পাশের রাস্তার পূর্বদিক থেকে ওই মোটরসাইকেলটি দ্রুতগতিতে রেললাইন ক্রস করলে ট্রেনের সামনে পড়ে যায়। এ সময় ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রচণ্ড শব্দে রেলওয়ের ৩৬৪ নম্বর খুঁটির কাছে ছিটকে পড়ে।’

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন জানান আজকের নিহত হামিদুল ইসলাম দুই দিন অফিস ছুটির কারণে মোটরসাইকেলযোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।’

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd