দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে আব্দুল লতিফ নুরজাহান ফাউন্ডেশন এর উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

====================================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের সদরের ৬ নং আউলিয়াপুর ইউপির মহিষকোঠা উত্তরপাড়া গ্রামের প্রবাসী ভবন প্রাঙ্গনে প্রত্যন্ত গ্রামের অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে আব্দুল লতিফ নুরজাহান ফাউন্ডেশন।

২২ জানুয়ারি- ২০২৪ সোমবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মাঝে মাঝে কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হুসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারমেন ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার মেয়র ( ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লোকমান হাকিম, বিশিষ্ট চিকিৎসক চৌধুরী ডাঃ মোসাদ্দেকুল ইজদানি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ওস্তাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার কাউন্সিলর কাজী আশরাফ উজ্জামান বাবু, সোহাঅটো রাইস মিলের প্রোপাইটর মোহাম্মদ সাদেকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। প্রায় ৫০০ শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।