দিনাজপুরে কেন্দ্রের আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন বাংলাদেশ’র ৫ম এজিএম অনুষ্ঠিত

দিনাজপুরে কেন্দ্রের আয়োজনে ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউটশন বাংলাদেশ’র ৫ম এজিএম অনুষ্ঠিত
=====================================
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি ॥ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্র আয়োজিত ৫ম এজিএম ও পিকনিক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১০মার্চ-২০২৩ বিরলের চঞ্চল রিসোর্ট সেন্টার কমিউনিটি হলরুমে আইইবি’র দিনাজপুর কেন্দ্র আয়োজিত ৫ম এজিএম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন বাংলাদেশ (সদর দপ্তর, ঢাকা) এর নব-নির্বাচিত (২০২৩-২০২৪) সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকারের অংশীদার হিসেবে আইইবি’র প্রকৌশলীবৃন্দ সততা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দেশের বড় বড় উন্নয়নের কাজ করে যাচ্ছেন। দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম রেজাউল বারী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (নীলফামারী) মোঃ মুরাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল। বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.এন মোঃ নাইমুল এহসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (পঞ্চগড়) মোঃ সায়হান আলী, এলজিডি’র নির্বাহী প্রকৌশলী এফ.এম খায়রুল ইসলাম, জাতীয় গৃহায়ন কতৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (খুলনা) মোর্শেদ মাহমুদ চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর নাটোরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, এলজিইডি পাবনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউর রহমান, হাবিপ্রবির প্রকৌশলী বৃন্দসহ আইইবি দিনাজপুর কেন্দ্রের অন্যান্য প্রকৌশলী সদস্যবৃন্দ। উক্ত ৫ম এজিএম ও পিকনিক অনুষ্ঠানে আইইবি দিনাজপুর কেন্দ্রের সকল প্রকৌশলী সদস্য, তাঁদের পরিবার ও ছেলে-মেয়েরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সকলের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, পুরষ্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ জাবেদ আলী ও হাবিপ্রবির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *