দিনাজপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

——————————————————-
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিতি ॥“নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ,গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ“ এইপ্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আনিচুর রহমান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরির্দশক মো: মাহাফুজুর রহমান ভূইয়া‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন শাহ মো: শরীফ, জেলা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মো: আবুল বাসার, ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স দিনাজপুরের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মো: এনামুল হক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: জহির শাহ,সেইফটি কমিটির সভাপতি মো: জাবেদ হোসেন, দোকান কর্মচারি ইউনিয়নের সভাপতি বিমল আগোরওয়াল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারন) মো: ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারন) মো: ফরহাদ হোসেন। এর আগে প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আনিচুর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বনার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।