মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে জাতীয় দৈনিক ডেলটা টাইমস পএিকার ৪র্থ প্রতিষ্টা বার্ষিকী পলিত হয়েছে।
১ অক্টোবর রোববার সকাল সাড়ে এগার টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্টা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো:নুরুল হুদা দুলাল বলেন ডেলটা টাইমস পএিকা সুনামের সাথে ৪ বছর অতিবাহিত করে ৫র্ম বর্ষে পর্দাপন করল। একঝাক কলম সৈনিকের নিরলস পরিশ্রমে সুনামের সাথে এগিয়ে চলছে। ডেলটা টাইমস পএিকার সফলতা কামনা করছি। দিনাজপুর জেলা প্রতিনিধি জাহিদ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আজকের প্রতিভা পএিকার বার্তা সম্পাদক মো:আব্দুর রহমান, বাংলাদেশের আলো পএিকার দিনাজপুর প্রতিনিধি মনসুর রহমান, দৈনিক নবচেতনা পএিকার জেলা প্রতিনিধি মো:আব্দুস সাত্তার,দৈনিক খবর পএিকার প্রতিনিধি হাবিবুর হক তুষার,দৈনিক মর্নিং গ্লোরী পএিকার জেলা প্রতিনিধি মো: আবু কাওছার,ঢাকা টাইমস পএিকার প্রতিনিধি চন্দন মিএ,দৈনিক মুক্ত খবর পএিকার জেলা প্রতিনিধি সুবীর চক্রবতী ছোটন, দৈনিক আমাদের স্বদেশ পএিকার চিরিরবন্দর প্রতিনিধি মো: মেরাজ সরকার, যাদব প্রমুখ।
Leave a Reply