দিনাজপুরে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের রেজাল্ট ডে পালিত

==================================
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র ষ্টেশন রোড সংলগ্ন প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের রেজাল্ট ডে পালিত হয়েছে।
১২ মার্চ রোববার স্কুল কার্যালয়ে টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল টি হাসদাক এর সভাপতিত্বে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে রেজাল্ট কার্ড বিতরণ করেন প্রধান অতিথি সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সমাজসেবক ও নারী নেত্রী মোছাঃ হাসমিন লুনা। স্বাগত বক্তব্য রাখেন টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল পপি দাশ হাসদাক। শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মকিদ হায়দার শিপন, গ্লোরিয়াস, রুথ কিসকু, খুশি। এসময় ক্ষুদে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিক্ষার্থীদের মাঝে রেজাল্ট কার্ড বিতরণ করতে গিয়ে বলেন, দিনাজপুর জেলায় সুপ্রতিষ্ঠিত প্রথম এবং উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ টিউলিপ ইন্টারন্যাশনাল এর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য দেশে-বিদেশে অধ্যায়নরত রয়েছে এবং যথেষ্ট সুনাম অর্জন করে যাচ্ছে। যা আমাদের দেশ ও জাতির জন্য বিশাল গৌরবের বিষয়। তিনি আরও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি তাদের সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান-গণিত চর্চার কুইজ, ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব নিয়মিত হওয়ার কারণে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনোদনমুখী শিক্ষার পরিবেশ গড়ে উঠেছে। শিশুদের আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তারের জন্য টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ যথেষ্ট অবদান রেখে যাচ্ছে বলে