=================================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক শিক্ষার্থীসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সিসি ফুটেজ দেখে আসামী শনাক্ত করে ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকে ২৮মার্চ দিনাজপুর শহরের শেখপুড়া রেলঘুন্টি এলাকা থেকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন দিনাজপুর সদরের শেখপুরা রেলঘুন্টি এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে ও দিনাজপুর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোঃ আসাদুজ্জামান আকাশ(২২) এবং আব্দুল মান্নানের ছেলে মোঃ জুয়েল (২২)।
আটককৃতদের দেয়া স্বীকারোক্তি ও সোনা গলানো কারিগরের দেয়া তথ্য অনুযায়ী দিনাজপুর চকবাজার শীষ মহল সোনার দোকান থেকে ছিনতাইকৃত সোনার চেইনের গলিত সোনা এবং আসামীদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ১৫০সিসি কালো রংয়ের জিক্সার মোটর সাইকেল সোনা বিক্রির নগদ ৩০হাজার টাকা এবং ছিনতাইয়ের সময় আসামীদের পরনে থাকা একটি আকাশী ও লাল রঙের হাফ হাতা টি শার্ট উদ্ধার করা হয় ।
শুক্রবার (২৯মার্চ)সকাল ১১টায় দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন ।এ সময় তিনি বলেন আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরে ঘটে যাওয়া একের এক ছিনতাইয়ের প্রতিটিক্ষেত্রেই দিনাজপুর পুলিশ সফল হয়েছে আসামী এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ।একই ধারাবাহিকতায় গত ২৬মার্চ মোছা আরিফা ইসলাম নামে এক নারী অটোযোগে যাবার সময় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্রি পার্টি সেন্টারের সামনে মোটর সাইকেল যোগে দুই ছিনতাইকারী তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে চলে যায় ।এ ঘটনায় সে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দাখিল করলে ২৮তারিখে অভিযানে নামে পুলিশ।ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামী শনাক্ত করে ২৮ মার্চ আসামীদের দিনাজপুর শেখপুড়া রেলঘুন্টি এলাকা থেকে আটক করা হয় ।এরপর তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সোনা গলা কারিগরের তথ্য অনুযায়ী দিনাজপুর চকবাজার এলাকার শীষ মহল থেকে ৬আনা ৩রতি ওজনের গলিত সোনা উদ্ধার করা হয় ।আটকৃত আসামীরদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ।
Leave a Reply