দেবহাটায় আরোও ১২জন করোনায় আক্রান্ত

দেবহাটায় আরোও ১২জন করোনায় আক্রান্ত
……………………………………

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় গত ২৪ ঘন্টায় আরোও ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যারমধ্যে পারুলিয়া ইউনিয়নের একদিনে সর্বোাচ্চ ৭জন, কুলিয়া ইউয়িনে ৪জন ও নওয়াপাড়া ইউনিয়নের ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

পারুলিয়া ইউনিয়নের আক্রান্তরা হলেন, কোয়ারেন্টাইনে থাকা করেনাক্রান্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের ছায়াসঙ্গী শেখ আবুল কাশেম (৫৮), ছোটশান্তা গ্রামের মিনারুল (৩০), খেজুরবাড়িয়ার মিঠুন (২৪), পারুলিয়ার রুপা (২৩), জয়নাব (৩২), শাহিনুর (২৩), পূর্নিমা (৪৩)।

কুলিয়া ইউনিয়নের আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংকের শুভ্র (২৯), জোহরা (৫৫), আনোয়ার হোসেন (৬১), কামরুজ্জামান (৩৪)। এছাড়া নওয়াপাড়া ইউনিয়নে আনোয়ারা (৫০) নামে এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। মহামারী করোনা সংক্রমন এড়াতে সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিপ্লব মন্ডল জানান, সর্বশেষ ১২জন মিলিয়ে করোনার দ্বিতীয় ওয়েভে এপর্যন্ত ২৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে উপজেলাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়িয়েছে ১২৯ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *