দ্বিতীয় ধাপে করোনা প্রতিরোধ টিকা চলমান রয়েছে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

দ্বিতীয় ধাপে করোনা প্রতিরোধ টিকা চলমান রয়েছে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সেলিম খান সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধ টিকা প্রদান কাজ চলমান রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রতিটি নাগরিকের টিকা আওতায় নিয়ে আসার যে পরিকল্পনা হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস এর প্রতিরোধ টিকা দান কর্মসূচী চলছে। দ্বিতীয় ধাপে এসেও নিজ আগ্রহে টিকা গ্রহণ করতে দেখা গিয়েছে সাধারণ মানুষ দেরকে।
শিশুর টিকা দিতে আসা একজন স্কুলশিক্ষক সাংবাদিকদের জানান,সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে প্রতিটি মানুষকেই এই টিকা গ্রহণ করতে হবে এবং সামাজিক দূরত্ব এবং নিয়মিত মাক্স ব্যবহার মেনে আমাদেরকে চলতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মো: শফিকুল ইসলাম বলেন, দ্বিতীয় ধাপে ২৪ হাজার মানুষের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে। পর্যাক্রমে আরো টিকা প্রদান করা হবে। আমরা নিয়ম মেনেই প্রতিটি মানুষকে সেবা দিয়ে যাচ্ছি।