দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট থেকে তিনি এই ডোজ নেন।

 

নিউজ ডেস্কঃ ছোটভাই শামীম ইস্কান্দরের গাড়িতে করে গুলশানের ফিরোজা থেকে মহাখালী যান তিনি। গত মাসের ১৯ তারিখ এই টিকা কেন্দ্র থেকেই তিনি মডার্নার তৈরি করোনার টিকা নেন খালেদা জিয়া।

 

বুধবার টিকা নেওয়ার জন্য গাড়ি থেকে নামেননি ৭৫ বছর বয়সী খালেদা জিয়া। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, আজকে (বুধবার) ম্যাডামের মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার নির্ধারিত দিন। সেজন্য উনাকে মহাখালী নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেনসহ অন্য চিকিৎসকরা দুপুরে গুলশানের বাসা ফিরোজায় আসেন। (কপি নিউজ)