দ্বিতীয় পর্যায়ের ‘কঠোর’ লকডাউনে যানবাহনের চাপ, জনসচেতনতারও অভাব!!!

দ্বিতীয় পর্যায়ের ‘কঠোর’ লকডাউনে যানবাহনের চাপ, জনসচেতনতারও অভাব!!!
————————————–
জাহিদুল হক,বিশেষ প্রতিনিধিঃ

চলছে দ্বিতীয় পর্বের ‘কঠোর’ লকডাউন, কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, রাস্তায় যানবাহনের চাপ রয়েছে, গণপরিবহন ছাড়া মোটামুটি সব ধরনের যান চলাচলই স্বাভাবিক সময়ের মতই,যদিও পুলিশ চেকপোস্ট গুলোয় প্রতিটা গাড়ি চেক করার চেষ্টা করছে। এলাকা ঘুরে আরও দেখা যায় দোকান পাট অধিকাংশ খোলা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও কম,তাছাড়া মাক্স ব্যবহারেও অনিহা,অনেকেই মাক্স থুতনিতে পরে আছে।
সরকারের জনসচেতনতার এত চেষ্টা সত্ত্বেও, করোনার ভয়াবহতা অধিকাংশ সাধারণ মানুষের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না।অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পেটে দায়ে,কাজের জন্য এই মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হয়েছে।