ধানদিয়ায় জামাত-বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত। 

 

কলারোয়া প্রতিনিধি,
সাতক্ষীরা কলারােয়া এক নং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়। গত ১৪ই মার্চ মঙ্গলবার উপজেলা জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ জামাত-বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিকাল ৫ ঘটিকার সময় এ সমাবেশের আয়োজন করে, উক্ত অনুষ্ঠানের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে ও কলারোয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান কবীরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন তিনি তার বক্তৃতায় বলেন, সাতক্ষীরা প্রত্যেকটি ইউনিয়নের মাটিতে জামাত বিএনপির নৈরাজ্য আর সহ্য করা হবে না নৈরাজ্য সৃষ্টি কারীদের হাতে দেশ নিরাপদ নয়, তাই দেশকে বাঁচাতে সকল নেতা কর্মীকে সজাগ থাকতে হবে। আজ দেশ তলাহীন ঝুঁড়ি হতে উন্নয়নের শীর্ষে পৌঁছেছে শুধু তাই নয় বিদ্যুৎ গ্যাস, পদ্মা সেতু, রাস্তাঘাট মহাসড়ক, পানি নিষ্কাশন সহ সকল খাতে উন্নয়নের শীর্ষ বিশ্বের দ্বিতীয়তম স্থান লাভ করেছে। তাই এই উন্নয়ন বানচাল করে জামাত-বিএনপি ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করবে। তাদের ষড়যন্ত্র বানচাল করতে সকল নেতাকর্মীকে  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনকে জয়ী করতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার জন্য আহবান করেন। এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, ১২ নং যুগিখালি  ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আবু দাউদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মোত্তালিব খাঁ,  ইউপি সদস্য রওশন আলী খাঁ, ইউপি সদস্য উত্তম মজুমদার, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহফুজার মোড়ল, মিজানুর রহমান, সুমন হোসেন, ও ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ  সর্বসাধারণ জনতা উপস্থিত ছিলেন।,