1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন

ধুলিহরের সুকদেবপুরে অর্ধ কোটি টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

মোঃ আরশাদ আলী ।

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের শুকদেব পুর গ্রামের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন্ড রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম বহির্ভুতভাবে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সুকদেবপুর গ্রামের নিত্যানন্দর ঘের হইতে মাজেদের ঘের পর্যন্ত ৮০০ মিটার রাস্তা নির্মানে ঠিকাদার মোঃ আবু বিল্লাল ও স্থানীয় মহিলা মেম্বার সালমা সুলতানা শিল্পীর যোগসাজোসে দায়সারাভাবে কাজ করছে বলে স্হানীয়রা জানিয়েছে। বিষয়টি জানতে চাইলে ঠিকাদার আবু বিল্লাল মুঠোফোেনে এ প্রতিনিধিকে জানান আমি ১০টাকা ফুটে মহিলা মেম্বারের নিকট থেকে বালু ক্রয় করছি। তিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে, এখানে আমার কিছু করার নেই। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সম্পুর্ন অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে মহিলা মেম্বার সালমা সুলতানা শিল্পী মুঠোফোনে জানান, আমি ফোনে আপনাদের সাথে কথা বলবো না।আপনারা কলরেকড করে নিউজ করে দেবেন। এব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হককে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন প্রতিনিধি পাঠান এবং ঘটনার সত্যতা পেয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।কিন্তু গতকাল থেকে আবারও বালু উত্তোলনের পায়তারা করছে বলে স্হানীয়রা জানান। সচেতন এলাকাবাসী অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd