নওগাঁয় গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা
নওগাঁয় গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা
নওগাঁ প্রতিনিধিঃ আজ রবিবার নওগাঁ সদর মডেল থানাধীন চকমুক্তার উত্তরপাড়া (বরেন্দ্র অফিসের পিছনে) নিজ বাড়ির শয়ন ঘরে গলায় ফাঁসি দিয়ে রবিন হোসেন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মৃত রবিন হোসেন আল আরাফা ইসলামী ব্যাংক বগুড়া শাখায় কর্মরত ছিলেন।
সকাল ১০:০০ ঘটিকার সময় তার মা সিওঅফিস কাঁচাবাজারে গেলে বাজার শেষে বেলা ১১ টার সময় ফিরে এসে দেখে তার ছেলে নিজ শয়ন ঘরের ফ্যান লাগানো রডের শহীত গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
এই বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল সাংবাদিকদের জানান, ঘটনা জানার পর ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সদর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।