নড়াইল ডিবি’র অভিযানে পেনসিডিল সহ গ্রেফতার-০২
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল পেনসিডিল সহ দুইজন গ্রেফতার। আজ (৯ নভেম্বর বুধবার) বিকালে নড়াইল সদর থানাধীন তুলারামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ ০২ জনকে আটক করেছে ডিবি পুলিশের একটি চৌকস টিম।
আটককৃতরা হলেন যশোর জেলার চৌগাছা থানার অমল নাগের ছেলে প্রতাপ নাগ(২২) এবং তার সহযোগী একই থানার ইমান হোসেনের ছেলে ইন্তাজ আলী (২০)। গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে এসআই(নি:) মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।