নবাবগঞ্জ উপজেলার ০৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড লোটোপাড়া গ্রাম আধিবাসী সুনিরাম মার্ডির বাড়িতে আনুমানিক ভোর ৪ টার দিকে কারেন্টের শর্ট সার্কিটের আগুনে তার ঘর, টাকা-পয়সা ,ধান-চাল, কাপড়-চোপড় সবকিছু পুড়ে ছাই হয়ে হয়ে যায়। বিষয় টা মানবতার ফেরিওয়ালা এমপি Shibli Sadeeq মহোদয় কে অবগত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে উনার বাড়িতে ছুটে যান। প্রত্যক্ষ পরিদর্শন শেষে ঘোষণা দেন উনাদের বাড়ি করে দিবেন। সমসাময়িক বসবাসের জন্য টিন কেনার নগদ অর্থ প্রদান করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মো: শিবলী সাদিক মহোদয়। ।
Reporter Name
Update Time :
বুধবার, ১০ মে, ২০২৩
৩৪
Time View
নবাবগঞ্জ উপজেলার ০৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড লোটোপাড়া গ্রাম আধিবাসী সুনিরাম মার্ডির বাড়িতে আনুমানিক ভোর ৪ টার দিকে কারেন্টের শর্ট সার্কিটের আগুনে তার ঘর, টাকা-পয়সা ,ধান-চাল, কাপড়-চোপড় সবকিছু পুড়ে ছাই হয়ে হয়ে যায়। বিষয় টা মানবতার ফেরিওয়ালা এমপি Shibli Sadeeq মহোদয় কে অবগত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে উনার বাড়িতে ছুটে যান। প্রত্যক্ষ পরিদর্শন শেষে ঘোষণা দেন উনাদের বাড়ি করে দিবেন। সমসাময়িক বসবাসের জন্য টিন কেনার নগদ অর্থ প্রদান করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মো: শিবলী সাদিক মহোদয়। ।
Leave a Reply