নাটোরের বড়াইগ্রামে হ্যান্ডকাপ পড়া ও পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
ওমর ফারুক খান (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁওয়ে বিলের মধ্যে হ্যান্ডকাপ পড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, হালকা খাকি রংয়ের প্যান্ট ও জিন্সের শার্ট পরা ওই যুবকের লাশটি বিলের মাঝখানে উপুড় করে শোয়ানো ছিলো। তার দুই হাত পেছনে হ্যান্ডকাপে আটকানো এবং দুই পা রশি দিয়ে বাঁধা ছিলো। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তার সঠিক পরিচয় উদ্ধারসহ কারা এ হত্যাকান্ডে জড়িত তা সনাক্ত করতে কাজ করছে।