নাটোর RAB ক্যাম্প কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে একজন মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
নিউজ ডেক্সঃ
সিপিসি-২, নাটোর RAB ক্যাম্প এর একটি অপারেশন দল, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে ইং ২৪ এপ্রিল, ২০২১ তারিখ সকাল ৭:৩০ ঘটিকা হতে ৯:০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন খামার পাথুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে-
(ক) চোলাই মদ ৩০ লিটার
(খ) চোলাই মদ তৈরির উপকরণ ২৪৫ লিটার
(গ) চোলাই মদের পাচুই ১২৫ লিটার সহ আসামি-
শ্রী মহাদেব বসাক (৪০), সাং-খামার পাথুরিয়া থানা গুরুদাসপুর জেলা নাটোর কে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অসাধু ব্যবসায়ী বিজ্ঞ ভ্রাম্যমান আদালতের নিকট দোষ স্বীকার করে।
বিজ্ঞ আদালত অভিযুক্তকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করেন। জব্দকৃত আলামত সমূহ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
Leave a Reply