নাটোর RAB ক্যাম্প কর্তৃক ২৮২ বোতল (২৮.২ লি) ফেন্সিডিল এবং এমকে ডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী ও
২ জন অসাধু রেলওয়ে কর্মচারী আটক।
সিপিসি-২, নাটোর RAB ক্যাম্প এর একটি অপারেশন দল, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে ইং ০৩ মে, ২০২১ তারিখ ২০:৩০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাস্থ নাটোর রেলওয়ে স্টেশন এ ট্রেনে অভিযান পরিচালনা করে-
(ক) ফেনসিডিল ও এমকে ডিল (কোডিন ফসফেট)- ২৮২ বোতল (২৮.২ লিঃ)
(খ) সিম কার্ড – ৫ টি
(গ) মোবাইল- ৪ টি
(ঘ) মেমোরি কার্ড- ৩ টি
(ঙ) ব্যাগ- ৩ টি সহ আসামি-
১। মোঃ রুবেল হোসেন (২৩), ২। মোঃ কাওসার আলী (২৬),
৩। মোঃ আলমগীর মিয়া (৩২) এবং
৪। মোঃ আব্দুল করিম (৩৩) দের আটক করে। ১ ও ২ নম্বর আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ৩ ও ৪ নম্বর আসামী যথাক্রমে রেলওয়ের
নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ইলেকট্রিশিয়ান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জব্দকৃত আলামত ফেনসিডিল এবং এমকে ডিল নিজেদের হেফাজতে রেখে পরস্পর যোগসাজোশে পরিবহন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
এ ঘটনায় বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply