নাট্য সমিতির প্রথম শিশু-কিশোর নাট্যৎসবে

নাট্য সমিতির প্রথম শিশু-কিশোর নাট্যৎসব
———————————————–
নবরূপীর নাটক ‘বাসেদ মিয়ার জমি’ এবং
সোনালী নাট্যগোষ্ঠীর ‘ডাকঘর’ নাটক মঞ্চস্ত
===========================
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর ॥ দিনাজপুরের শতবর্ষি ও সৃজনশীল নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে প্রথম শিশু-কিশোর নাট্যৎসব ১০ মার্চ রাতে নবরূপীর নাটক ‘বাসেদ মিয়ার জমি’ মঞ্চস্ত হয়। বিশিষ্ট নাট্য অভিনেতা আলতাফ আলী চৌধুরী রচিত এবং শামীম রাজা পরিচালিত নাটকে অভিনয় করে সোম্যদ্বীপ রায়, মোঃ মোকদাদির আল সাদিক ¯িœগ্ধ, সামিউল আদনান সায়ন, আলমাস আহমেদ আবির, সামিহাত নুমাইয়া, পিনাকি দাস, শ্লোক দাস, প্রনব চন্দ্র শীল, মোসাঃ তাতসিয়া তানজিম বর্ষা ও ইকবাল আহম্মেদ। সন্ধ্যা সাড়ে ৭টায় সেতাবগঞ্জ সোনালী নাট্য গোষ্ঠীর প্রযোজনায় রবীন্দ্র নাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকটি সঞ্চস্ত হয়। নির্দেশনায় ছিলেন পল্লব বিশ্বাস। এতে অভিনয় করে শিশু শিল্পী নুসরাত জাহান তিথীলা, মোছাঃ উর্মি আক্তার, রওশন, সুরঞ্জিত চন্দ্র দেবশর্মা, গৌরী কর্মকার, রুপালী রানী সরকার, তাপস চন্দ্র দেবশর্মা, যুথী রানী, প্রশনজিৎ চন্দ্র দেবশর্মা, আত্মদ্বিপ অধিকারী রাহুল, শ্রীতন্ময় চন্দ্র দেবশর্মা, সুমাইয়া নাজ মিথিলা, মোনালিসা। নাটকের শেষে নাট্য সমিতির পক্ষে সহ-সাধারন সম্পাদক রবিউল আউয়াল খোকা নবরূপীর পরিচালক শামীম রাজা, সম্পাদক মেহেরুল্লাহ বাদলের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়া সোনালী নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শামী আজাদ সরকারের হাতে ক্রেস্ট তুলে দেন। শামীম আজাদ সরকার তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র সহযোগিতায় আমরা শিশু নাটক করে দেশে-বিদেশে যথেষ্ট সুনাম বয়ে এনেছি। খালিদ মাহমুদ চৌধুরী একজন সাংস্কৃতিক বান্ধব নেতা। তার সহযোগিতায় সেতাবগঞ্জে সাংস্কৃতিক কর্মকান্ড এগিয়ে চলছে।