নৌকার প্রার্থীকে জয়ী করতে উঠে পড়ে লাগলেন চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এম এইচ শান্ত স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় একশ আসনে রয়েছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী। ভোটের মাঠে তারা নৌকা প্রতীকের প্রার্থীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই চলমান সংসদের সদস্য কিংবা জেলা-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক। আছেন চলচিত্রের তারকা প্রার্থীও।এ প্রার্থীদের অনেকে প্রতীক হিসেবে বেছে নিয়েছেন ট্রাক কিংবা ঈগল।

পটুয়াখালী -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে নিয়ে মাঠে নেমেছেন বিজিবি প্রধান জেঃ আবুল হোসেন।নৌকার প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে শক্ত অবস্থানে আছে তিনি।

সাধারণ ভোটার,রা বলেন,স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ,ঈগল মার্কায় ভোট কেন দিবো তাহলে নৌকায় ভোট দেওয়াইতো ভালো। তারা আরো বলে,স্বতন্ত্র প্রার্থী না থাকলে নির্বাচনের ইমেজ ছড়াবেনা। স্বতন্ত্র আছে বলেই চায়ের দোকান হোটেল রেস্টুরেন্টে দেখা যায় নির্বাচনীয় গুনগান।তবে ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরা নৌকার প্রচার-প্রচারণা চালাচ্ছেন মাঠে ঘাটে।পটুয়াখালী ৩ আসনে নৌকার কোন বিকল্প নেই,নৌকার জয় হবেই ইনশাআল্লাহ।

এদিকে পটুয়াখালী ৩ আসনের নৌকা প্রার্থী এস এম শাহজাদা সাজু ভাইকে জয়ী করতে,পথে প্রান্তে মাঠে-ঘাটে, উঠান বৈঠক সহ,ডোর টু ডোর প্রচার প্রচারণা চালাচ্ছেন বঙ্গবন্ধুর আদর্শ গড়া লড়াকু সৈনিক ১১নং চরকাজল ইউনিয়নের ত্যাগী আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান খান,মোঃ কাইয়ুম রাড়ি,মোঃ জুইয়েল খান,ইব্রাহিম খান,আরো অনেকই।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *