পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই!
বিশেষ প্রতিনিধিঃ
গতকাল সোমবার রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
আজ মঙ্গলবার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, ‘গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে পরিকল্পনা কমিশন থেকে মন্ত্রী বিজয় সরণির দিকে যাচ্ছিলেন। তখন তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন এবং গাড়ির জানালা খোলা ছিল। সে সময় ফোনটি ছিনতাই হয়। ঘটনার পরে একটি মামলা দায়ের হয়েছে। এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।
Leave a Reply