পরীমনির বাসায় র‌্যাবের অভিযান এদিকে লাইভে এসে কান্নাকাটি করছে পরীমনি

পরীমনির বাসায় র‌্যাবের অভিযান এদিকে লাইভে এসে কান্নাকাটি করছে পরীমনি

নিউজ ডেস্কঃ

ঢাকাই চিত্রনায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান চলছে। এরই মধ্যে নায়িকার বাসায় র‌্যাবের নারী সদস্যরা প্রবেশ করেছেন। গোয়েন্দা পুলিশসূত্রে জানা গেছে, তিনি আটক হচ্ছেন।
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বিকেলে সাদা পোশাকে গোযেন্দা পুলিশের একটি দল তার বাসা ঘিরে রাখে। এসময় লাইভে আসেন পরীমনি। এসময় তিনি বলেন, আমি মরবো আর দুনিয়া দেখবে না, আমি লাইভ কাটবো না। যতক্ষণ না থানা থেকে লোকজন আসে, মিডিয়া আসে ততোক্ষণ লাইভ চলবে।

তিনি জানান, ২০ মিনিট ধরে আমার বাসার গেটে ধাক্কাচ্ছে কারা যেন। আমি দরজা খুলতে ভয় পাচ্ছি। তারা বলছেন তারা পুলিশ। অথচ আমি বনানী থানায় যোগাযোগ করলে তারা বলেন, আমাদের থানায় থেকে কোনো পুলিশ যায়নি।

লাইভে পরীমনি বলেন, শুরু থেকেই আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি। আমাকে কেউ মারতে চান। কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে এসে যদি আমাকে খুন করতে আসেন তাহলে আমি কি করবো। তদন্ত করতে এলে আমাকে পরিচয় দিক। তাহলে আমাকে পরিচয় দিতে হবে।যদি সত্যি পুলিশ হয় তাহলে আমি অবশ্যই দরজা খুলবো।

(কপি নিউজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *