পল্লীশ্রীর উদ্যোগে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কমিউনিটি ভিত্তিক সংগঠনের বার্ষিক সভা অনুষ্ঠিত

===============================
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ ১৫ মার্চ বুধবার দিনাজপুর সদর উপজেলাস্থ পল্লী উন্নয়ন বোর্ড মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি-প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগিতায় সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কমিউনিটি ভিত্তিক সংগঠনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি- প্রকল্পের প্রোগ্রাম অফিসার তাইবাতুন নেহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী। সম্মানীত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ হবিবর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ রাজিউর রহমান। বার্ষিক সভায় ৭টি সিবিও, নারী ক্লাব ও আদর্শ গ্রাম থেকে ২০ জন নারী নেত্রী উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্পের প্রোগ্রাম ফেসিলেটর কাম কাউন্সিলর কৃষ্ণা দাস। বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বি এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে বিভিন্ন দপ্তরের মাধ্যমে। অথচ কমিউনিটির উপকারভোগীরা জানতে পারছে না তারা কোথায় গেলে সঠিক সেবা পাবে। এইসব দপ্তরের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিয়ে, ব্যাংকে সহজশর্তে ঋণ গ্রহণ করে তারা স্বাবলম্বি হবে। এই যোগাযোগের মিডিয়াই হলো এই সমস্ত প্রতিষ্ঠান।