পল্লীশ্রী নারী ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি

——————————————–
প্রকল্পের উদ্যোগে তৃণমূল পর্যায়
৫ জন নারীকে সম্মাননা প্রদান
====================
মোঃজাহিদ হোসেন দিনাজপুর ॥ ১৪ মার্চ মঙ্গলবার দিনাজপুরের ঐতিহাসিক রাজবাটীর সবজি বাগান মাঠে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে “টেকসই প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষ্যম্য করবে নিরসন” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের উদ্যোগে এবং ব্রেড ফর দ্যা ওয়াল্ড জার্মানীর সহযোগিতায় আলোচনা সভা ও তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের জন্য যেসব নারীরা অক্লান্ত পরিশ্রম করে নারীদের সচেতন করছেন তাদের মধ্যে ৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নারীর ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি প্রকল্পের প্রোগ্রাম অফিসার তায়বাতুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী, বালুবাড়ী পুলিশ ফাঁড়ির এ,এস,আই মোঃ মুসলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ফেসিলেটর কাম কাউন্সিলার কৃষ্ণা দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সবজি বাগানের নারী নেত্রী জয়নব বানু, ৭নং উথরাইল বোচাপুকুর নারী ক্লাবের সভানেত্রী মোছাঃ সাকিনা। আলোচনা সভা শেষে তৃণমূল পর্যায় নারীর ক্ষমতায়নের জন্য আরজিনা বেগম, বিউটি রানী, জেবুন নেহার, জয়নব বানু ও আয়সা সিদ্দিকাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়। বক্তারা বলেন, বাংলাদেশে নারী-পুরুষের মধ্যে প্রতিটি ক্ষেত্রে বৈষম্য রয়েছে। নারীরা যে কোন কাজে অনেক বেশি সৃজনশীল ও নিবেদিত প্রাণ হলেও প্রযুক্তিতে নারীরা পারবেন না এমন ধারণা প্রচলিত রয়েছে। কিন্তু বিষয়টি ঠিক নয়। সুযোগ দিলে নারীরাও এ বিষয়ে যথেষ্ট ভুমিকা রাখতে পারে। বর্তমানে অনেক নারীরা প্রযুক্তির মাধ্যমে ধরে বসেই আয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রযুক্তি ছাড়া আধুনিক বিশ্বে নারী-পুরুষের সমতা সম্ভব নয়। তাই প্রযুক্তি নারী-পুরুষ সকলের জন্য সমান হতে হবে। আসুন আমরা জেন্ডার সমতার জন্য সৃজনশীলতা ও প্রযুক্তিকে সঠিকভাবে