পাট গাছের আটিঁর নিচে শিশু মেহেদী হাসানের মৃত
দেহ, দামোদরকাটি গ্রামে শোকের ছায়া
নিউজ ডেস্কঃ
কলারোয়ার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান বয়স(৭) ছোট শিশুটি মঙ্গলবার বিকালের দিকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অনেক খোঁজাখুজির পর ও পাওয়া যায়নি শিশু টির সন্ধান।
হটাৎ আজ বুধবার আনুমানিক বেলা ২ টার দিকে দামোদরকাটি মাটের রাস্তার পাশে কিছু লোকজন দেখতে পায় পাটগাছের আটির নিচে শিশুটির মরা দেহ।
এটা খেলতে গিয়ে মৃত্যু নাকি হত্যা?
এলাকাবাসীর ধারনা শিশুটি খেলতে গিয়ে হয়তো পা পিছলে পাটগাছের আটির নিচে পড়ে গিয়ে আর উঠতে পারেনি আর সেখানেই হয়তো তার মৃত্যু হয়েছে।
Leave a Reply