পিছলাপোল গ্রাম থেকে গভীর রাতে একটি ইজিবাইক চুরি
পিছলাপোল গ্রাম থেকে গভীর রাতে একটি ইজিবাইক চুরি
মোঃ আলী হোসেন
কলারোয়া উপজেলার পিছলাপোল গ্রামে গভীর রাতে একটি ইজিবাইক চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড পিছলাপোল গ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।
চুরি হয়ে যাওয়া ইজিবাইকের মালিক উপজেলার পিছলাপোল গ্রামের শেখ ইমাদ জানান, এনজিও থেকে সুদে টাকা উত্তোলন করে একটি গাড়ি ক্রয় করা হয়।
আমি নিজে চালাতাম, এমনি করে ভালই দিন যাচ্ছিলো আমার। প্রতিদিনের ন্যায়ে শনিবার রাত ৯ টার দিকে রাস্তায় গাড়ি চালানো শেষে (ইজিবাইক) প্রতি দিনের মত একই জায়গায় চার্জে বসিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন।
রাতের কোন এক সময় চোর চক্র আমার ইজিবাইক টি চুরি করে নিয়ে গেছে। গাড়ীর মালিক শেখ ইমাদ হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি গাড়িটি নেই,