‘পুতুল খেলা ও পুতুল নাচ’
‘পুতুল খেলা ও পুতুল নাচ’
—–নাদিয়া নওশাদ
‘পুতুল খেলা’ ও ‘পুতুল নাচ’ গ্রামবাংলা তথা শহরের শিশুদের বিশেষত কন্যা শিশুদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। নানারকম আকারের পুতুলের নানারকম পোষাক বানিয়ে পুতুলকে সাজানো হয়। তার সাথে বিভিন্ন ধরনের পুতুলের উপযোগী গহনা যেমন পুঁজির মালা,কাপড়ের সোনালী,রুপালী লেইস ইত্যাদি পুতুলকে পরানো হয়। ছোটবেলার পুরোনো প্লাস্টিকের, কাগজের বাক্সে নানারকম জিনিসপত্র দিয়ে পুতুলের খাট,সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল,রান্নাবাটি করার বাসন-কোন ইত্যাদি সাজানো থাকে।
পুতুলের বিয়েতে এক বা একাধিক বান্ধবী মিলে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। একদল ছেলেপক্ষের ও একদল মেয়েপক্ষের ভূমিকা পালন করে। বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা করা হয়। পরোটা,মাংস, সব্জি,মিষ্টি ইত্যাদি। পুতুলের বিয়েতে বিদায়বেলায় বান্ধবীদের অশ্রুসিক্ত বিদায় জানানো,এক হৃদয়বিদারক দৃশ্যের অবতার হয়।
‘পুতুল খেলা’ যেমন বাচ্চাদের খুব প্রিয় তেমনি ‘পুতুল নাচ’ ও শিশুরা খুব পছন্দ করে। একসময় বিশেষ করে গ্রামে বিনোদন বলতে বিভিন্ন মেলা অথবা অনুষ্ঠানে পুতুল নাচ এর আয়োজন করা হতো। তবে বর্তমানে সেই ‘হারিয়ে যাওয়া’ শিল্প বিভিন্ন অনুষ্ঠানাদিতে ফিরিয়ে আনার প্রয়াস চলছে।
পরিশেষে উল্লেখ্য তথ্য ও প্রযুক্তির এই আধুনিক যুগে বিলুপ্ত প্রায়
‘পুতুল খেলা’ ও ‘পুতুল নাচ’ এর প্রসার সাধনে শিশুদের অভিভাবকদের,
শিক্ষক-শিক্ষিকাদের,শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনের সচেতন ও অগ্রগামী ভূমিকা একান্ত কাম্য।