প্রকাশিত সংবাদে প্রতিবাদ

কলারোয়া প্রতিনিধি:

আমি মোঃ ইশারুল ইসলাম পিতা মৃত মোহাম্মদ আলী সাং ফুলতলা উত্তর ভাদিয়ালি।
“সাতক্ষীরা কলারোয়া সীমান্তে দড়িকলে নদী পার করে আনা হচ্ছে ভারতীয় ফেন্সিডিল” শিরোনামে দৈনিক খবর চিত্র অনলাইন মিডিয়ায় ১১ ই সেপ্টেম্বর যে খবর প্রকাশ হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে উত্তর ভাদিয়ালী ফুলতলা থেকে কালীবাড়ি পর্যন্ত অর্ধশত যুবকদের সাথে নিয়ে মাদক বেচা কেনা করে থাকি। এটা সম্পন্ন মিথ্যা বানোয়াট ও ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। দৈনিক খবরের চিত্র রিপোর্টার মো: শাহিনুর রহমান শাহিন আমার নামে খবর প্রকাশের আগে কোন বক্তব্য নেননি। কে বা কারা আমার সামাজিক ভাবে হেনেস্তা ও মানহানি অপদস্ত করার জন্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে খবর প্রকাশ করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।