প্রতিপক্ষের আঘাতে আহত নাটোরের লালপুরে আওমীলিগ নেতা আব্দুর রাজ্জাক এর দাফন সম্পুর্ন
ওমর ফারুক খান লালপুর নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে আওয়ামীলিগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মৃধার দাফন সম্পুর্ন হয়েছে।
রোববার ১৫ জানুয়ারি বাদ আসর উপজেলার ডাংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন সাবেক সংসদ এ্যাড. আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামীলিগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদ সাগর সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী নাটোরের বনপাড়ার পৌর মেয়র কে এম জাকির সহ আরো অনেকে।
এর আগে গত শনিবার দুপুর দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে উপজেলার ডাংগাপাড়া চিলান গ্রামে তার বাস ভবনে লাশ নিয়ে আসা হয়। এসময় সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। জমি দখল কেন্দ্র করে উপজেলার কদিমচিলাম ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলিগ সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক মৃধার (৮০) উপর গত ১ জানুয়ারি বিকেল ৩ টার দিকে সশস্ত্র হামলা করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বনপাড়া আমেনা হাঁসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাঁসপাতালে ভর্তি করা হয়।