প্রতি দিনের ছড়া” মোঃ আলী হোসেন।
প্রতি দিনের ছড়া”
মোঃ আলী হোসেন।
মনের যত আশা ছিলো
সেই আশা বিফল হলো”
এখন আমি মনের দুখে
কাটায় দিন রাত,
লোকে বলে আমি নাকি
ছন্ন ছাড়া যাত,
এমনটি কেনো হলো
সুখ পাখিটি কেনো
পালিয়ে গেলো,
সৃষ্টিকর্তার কাছে আমি কি
করেছি অপরাদ,
সব কিছু ভাগ্যোর খেলা”
ভাল মনের হবে জ্বালা
এই নিয়োতি কেও কোন
দিন খন্ডেতে পারে না।