মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দ্য এডিটরস সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তিনি তাকে দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।
প্রসঙ্গত, হার্টের সমস্যাজনিত কারণে প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচিকে গত ১৪ মার্চ সাতক্ষীরা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। একই সাথে তিনি কোমরের একটি হাড় ভেঙে যাওয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।