ফুলবাড়িয়ায় জমি সংক্রান্তের জেরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত ব্যাপারের জেরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার
ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বালিয়ান ইউনিয়নে তেলিগ্রামে জমি সংক্রান্তের জেরে ধর্ষণের অভিযোগে মো: ইসরাফিল(৩৫)কে গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ।
ঘটনায় জানা যায় তেলিগ্রামে ইসরাফিলের সাথে বাদী মাজেদা খাতুনের স্বামী মো:আ: জলিলের সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ মামলা চলছিল। মামলায় জয়ী হতে না পাড়ায় মো:আ: জলিলের স্ত্রী মাজেদা খাতুন (৫০) মো: ইসরাফিল(৩৫) নামে মিথ্যা ধর্ষনের অভিযোগ করেছে বলে জানায় স্থানীয় এলাকা বাসী।
এ বিষয়ে উক্ত মামলার সাক্ষী মোঃ আব্দুল্লাহ ,মো; অহিদুল, ও সোহেল ওকিল বলেন এমন ঘটনা ঘটেছে আমরা আগে শুনি নাই, এই মাত্র শোনলাম তবে জমি সংক্রান্ত বিরোধ আছে তা আমরা জানি ।
ওয়ার্ড় মেম্বার বাবুল হোসেন বলেন ধর্ষনের ঘটনা ঘটেছে এইরুপ ঘটনা আমি শুনি নাই কেউ বলেও নাই।
বাদী মাজেদা খাতুন কে ফোন করলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায় নি।
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ শেখ আজিজুর রহমান বলেন ধর্ষনের অভিযোগে তেলিগ্রাম নিজ বাড়ি থেকে মো: ইসরাফিল কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়িয়ায় জমি সংক্রানের জেরে ধর্ষণের অভিযোগ গ্রেফতার
ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বালিয়ান ইউনিয়নে তেলিগ্রামে জমি সংক্রান্তের জেরে ধর্ষণের অভিযোগে মো: ইসরাফিল(৩৫)কে গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ।
ঘটনায় জানা যায় তেলিগ্রামে ইসরাফিলের সাথে বাদী মাজেদা খাতুনের স্বামী মো:আ: জলিলের সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ মামলা চলছিল। মামলায় জয়ী হতে না পাড়ায় মো:আ: জলিলের স্ত্রী মাজেদা খাতুন (৫০) মো: ইসরাফিল(৩৫) নামে মিথ্যা ধর্ষনের অভিযোগ করেছে বলে জানায় স্থানীয় এলাকা বাসী।
এ বিষয়ে উক্ত মামলার সাক্ষী মোঃ আব্দুল্লাহ ,মো; অহিদুল, ও সোহেল ওকিল বলেন এমন ঘটনা ঘটেছে আমরা আগে শুনি নাই, এই মাত্র শোনলাম তবে জমি সংক্রান্ত বিরোধ আছে তা আমরা জানি ।
ওয়ার্ড় মেম্বার বাবুল হোসেন বলেন ধর্ষনের ঘটনা ঘটেছে এইরুপ ঘটনা আমি শুনি নাই কেউ বলেও নাই।
বাদী মাজেদা খাতুন কে ফোন করলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায় নি।
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ শেখ আজিজুর রহমান বলেন ধর্ষনের অভিযোগে তেলিগ্রাম নিজ বাড়ি থেকে মো: ইসরাফিল কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।