ফুলবাড়িয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আর্থিক সহায়তা প্রদান।
ফুলবাড়িয়া ( ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামের গঙ্গা ডাক্তার ব্রীজের কাজের জন্য প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নগদ আর্থিক সহায়তা প্রদান। মঙ্গলবার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি কুয়েতি রফিক মন্ডল এর পক্ষে ফুলবাড়িয়ায় প্রবাসী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নগদ সহায়তা প্রদান করেন গঙ্গা ডাক্তার ব্রীজের সভাপতি আলহাজ্ব সাইদ মাস্টার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান উদ্যোক্তা আহমদ আলী ও আবদুর রব মন্ডলের হাতে। এসময় স্হানীয় ব্যক্তিবর্গ অত্র সংগঠনের স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতি সাইদ মাষ্টার বলেন এই ব্রীজের জন্য স্হানীয় ইউপি চেয়ারম্যান সাহেব প্রথম ২০০০০ টাকা প্রদান করেন। তারপর এলাকাবাসীর সহায়তায় বাঁশের ব্রীজ তৈরি করি। আমাদের এলাবাসীর চলাচলের দুর্দশার কথা পলাশতলীর ছেলে সিঙ্গাপুর প্রবাসী অত্র সংগঠনের উপদেষ্টা বাপ্পি মিয়া প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দদের কাছে আর্থিক সহায়তা চায়।সভাপতি সাহেব বলেন মঙ্গলবার বিকালে ফুলবাড়িয়া প্রবাসী পরিবার মানবিক সংগঠনের কাজ থেকে নগদ আর্থিক সহায়তা পেলাম এবং স্হানীয় এলাকাবাসীর সহায়তায় আমরা অতিসত্বর কাঠের ব্রীজের কাজ শুরু করবো। আমরা প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সকল সদস্য বৃন্দকে ধন্যবাদ জানাই তারা যেন প্রবাসে সুস্থভাবে কাজ করতে পারেন এই দোয়া করি
Leave a Reply