ফুলবাড়িয়ায় “মুজিববর্ষে” ৭০ জন গৃহহীন ও ভূমিহীনরা বাড়ি পেল।
মোঃ শফিকুল ইসলাম ,
ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে ভুমিহীন ও গৃহহীনরা জমিসহ ঘর প্রদানের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
রবিবার গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে এসব ঘর বিতরণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলছে। প্রথম পর্যায়ে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের পর দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর প্রদান করেন প্রধানমন্ত্রী।
ফুলবাড়িয়া উপজেলায় দ্বিতীয় পর্যায়ে মোট ৭০ টি ঘর গৃহহীন ও ভূমিহীনের মাঝে দেওয়া হয়। এর মধ্যে বাক্তা ইউনিয়নে ২৬ টা, রাঙ্গামাটিয়া ইউনিয়নে ২৯ টা, নাওগাও ইউনিয়নে ১২ টা, এনায়েতপুর ইউনিয়নে ০৩ টা। উল্লেখ্য, প্রথম পর্যায়ে ৫০ টি ঘর দেওয়া হয়েছিল।
উপজেলা হলরুমে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার( ভূমি) দিলরুবা ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমীন বিউটি, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা প্রমুখ।
Leave a Reply