বকচরার মটরসাইকেল মেকানিক হেলাল তিনদিন ধরে নিখোঁজ

অনলাইন ডেস্ক :

সাতক্ষীরা সদরের বকচরা এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিন(২৭) নামের এক মটরসাইকেল মেকানিক তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোজ হেলালের পিতা।

নিখোঁজ মটরসাইকেল ম্যাকানিক মোহাম্মদ হেলাল উদ্দিনের পিতা কওছার আলী(৬৫) জানান, গত রবিবার (১১ এপ্রিল) সকাল ৯ টার দিকে আমার মেজ জামাই আসাদুলের লাল রং এর একটি হিরো এস্পেলেন্ডার গাড়ি নিয়ে বের হয় এবং সন্ধ্যায় তার ব্যাবহারিত ০১৯৬২০৫১০৩৩ নং থেকে বাড়িতে ফোন দিয়ে বলে আমি একটি কাজে বাইরে এসেছি কালকে সকালে ফিরবো।

এরপর থেকে তার ফোন বন্ধ দেখাচ্ছে এবং সকল আত্মীয় স্বজনদের বাড়ি খুজেও তাকে কোথাও পাওয়া যায়নি। নিখোজঁ হেলালের কোনও খোঁজ না পাওয়ায় তার পিতা সদর থানায় একটি সাধারণ ডায়েরি নং (৮৯০) করেছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *