বরকলে ১২ বি.জি.বি ছোট হরিনা জোনের উদ্যোগে দুস্তদের ত্রাণসামগ্রী বিতরন৷
মোঃ সোহেল রানা,বরকল উপজেলা প্রতিনিধি৷
আজ ৪জুলাই রোজ রবিবার বরকলের ভূষনছড়া ইউনিয়নের ১২ বি.জি.বি ছোট হরিনা জোনের উদ্যোগে দুস্ত পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়৷ এসময় হরিণা,আমতলা,ভূষনছড়া,ভূষনবাক,এরাবুনিয়া সহ আরো বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ত্রানসামগ্রী পৌঁছে দেন বি.জি.বি নওজোয়ানরা৷
করোনা মহামারির কারনে কঠোর লকডাউন পালিত হচ্ছে সারাদেশে,এসময় যারা কাজ করে নিজেদের দৈনিক রোজগার করতো তারা লকডাউনের কারনে কাজ থেকে বিরত আছেন,এই দিকটাকেই লক্ষ রেখে ১২ বি.জি.বি ছোটহরিণা জোনের এই উদ্যোগ৷
Leave a Reply