বরগুনার মেধাবী ছাত্রী সুমিকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা

বিশেষ প্রতিনিধি

জি,এম মুঈনুল ইসলাম সোহাগ

সুমির চিকিৎসা চালিয়ে নিতে অর্থ প্রয়োজন।
বরগুনা সরকারি কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ২০১৫-১৬ সেশনের আবাসিক ছাত্রী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী লুৎফুন্নেছা সুমি

এ্যাবডোমিনাল টিবি রোগে সংকটাপন্ন অবস্থায় ICU তে আছেন।

তার পেটে যক্ষা হয়েছে এবং লিভার,পাকস্থলী ও জরায়ু একসঙ্গে লেগে আছে। এগুলো অপারেশন করে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসতে হবে।
শরীরে কোনো শক্তি নেই কয়েকজন ধরে উঠাতে হয়।
সার্জারীর আগেই খিচুনি ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন খুবই কম, এখন ICU তে নেওয়া হয়েছে। মুমূর্ষু এই শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন।
অনেক টাকা লাগবে সেখানে মাত্র ২০ হাজার দিয়ে ICU তে নেওয়া হয়েছে। এর আগেও প্রতিদিন ১০ হাজার + খরচ হতো। এখন প্রতিদিন ১৫ হাজার + খরচ হয়।

অবস্থার উন্নতি হলে আবার সার্জারী করাতে আরো অনেক টাকার প্রয়োজন। শেষ সম্বল হারানো এ পরিবারের পক্ষথেকে দেশবাসির কাছে সাহায্যের অনুরোধ করেছে বন্ধু মহল ও এলাকাবাসি।

সুমির বর্তমান ঠিকানা।
বঙ্গবন্ধু মেডিকেল
নন কোডিভ আইসিইউ বেড নং ৮
যোগাযোগ
সাহায্য পাঠানোর ঠিকানা Roket-018843767651 ( সুমির ভাই )
সাহায্য পাঠানোর ঠিকানা Roket-018843767651 ( সুমির ভাই মাসুম)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *