বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ বীর মুক্তিযোদ্ধা বাদশা নেতৃত্ব মাটি কাটার মহা উৎসব

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ বীর মুক্তিযোদ্ধা বাদশার ঘরে পাশে সরকারি খাজ জমি ভরপাশা মোজা থেকে
অবৈধভাবে প্রতিনিয়ত চলছে ভেকু দিয়ে সরকারি মাটি চুরি, বেবাজ পাশে গ্রামটি বাদশার ঘেরে ভরপাশা ইউনিয়নের
মানচিত্র থেকে ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে, অবৈধ ভাবে দিনের আলোতে কিংবা রাতের আঁধারে সরকারি খাস জমির মাটি ভেকু দিয়ে মাটি কাটার মহা উৎসব চলছে। মাটি কাটার ফলে প্রতিবছর নদী ভাঙ্গন হয়, ফসলি জমি, ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে ভূমিহীন হচ্ছে অনেক পরিবার,
ভুমিখেকো বাদশাকে প্রতিহত করতে না পারলে অদূর ভবিষ্যতে ভরপাশা ও কলসকাঠী দুই ইউনিয়ন পাওয়া যাবে না। এভাবে বিগত কয়েক বছর ধরে মাটি কাটার ফলে অনেক পরিবারের বসত বাড়ি ফসলের জমি ও সরকারী খাস জমির মাটি রাতের আঁধারে ও দিনের আলোতে ভেকু দিয়ে মাটি কাটায় নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার,

বিভিন্ন নিউজ ফিড ও টিভি চ্যানেলে ভিডিও সংবাদ প্রকাশিত হয় কিন্তু মাটি কাটা বন্ধ হয় না বলে জানায় এলাকাবাসি, সেখানে কি ভাবে নতুন বাদশার দাপটে পূর্ণ শক্তি নিয়ে আবার মাটি কাটা শুরু করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভরপাশা ও কলসকাঠী এলাকা বাসি।

অত্র এলাকার জনপ্রতিনিধি ও চেয়ারম্যান মহোদয়ের কঠোর ভূমিকা রাখার জোর দাবি জানায় অসহায় মানুষের পাশে থাকার জন্য।

ভূমিখেকোদের প্রতিহত করণে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেই আশায় ভরপাশা ও কলসকাঠী সর্বস্তরের জনগণ।