বাগেরহাট ভুয়া সাংবাদিক ও বহু বিয়ের হোতা শিমুল।

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট বহুল আলোচিত ভুয়া সাংবাদিক প্রায় এক ডজন মামলার আসামী বহু বিবাহের নায়ক প্রতারক শিমুল কে কিছুদিন আগেও RAB তাকে ঢাকা থেকে প্রতারণা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার করে উল্লেখ্য থাকেএ সংবাদটি তৎকালীন ঘটনাটি ফলাও করে বিভিন্ন পত্রিকায় সব বঙ্গবন্ধু স্যাটেলাইটে প্রচার হয় পুলিশ ও এলাকা সূএে জানাযায় গ্রাম কাড়াপাড়া / ফুলতলা থানা বাগেরহাট তাসবিরুল ইসলাম শিমুল ওরফে শেখ শিমুল পিতা নুরুল ইসলাম।মাতা সাহিদা বেগম জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিল। মাদক ব্যবসায়ী সহ এক ডজন বিবাহের সাথে জড়িত ছিল এই প্রতারক বহুত মেয়েকে ও ব্ল্যাকমেল করে চলেছে এই প্রতারক নিজের আইডি থেকে বিভিন্ন পত্রিকার পরিচয় দিয় তাসবিরুল ইসলাম শিমুল ওরফে শেখ শিমুল ও সেজেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ব্ল্যাকমেলারের সহ গুরুতর অভিযোগ তুলেছে এলাকাবাসী। এই প্রতারকের বিরুদ্ধে ঢাকা নবীনগর থানায় একটা অভিযোগ হয়েছে। এলাকার সুশীল সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অনুসন্ধানে আরো জানা যায় এই প্রতারক হাবিবের মাধ্যমে অনেক অনুনায় বিনয় করে সাংবাদিক তানজিলা কে দিয়ে জাতীর দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকায় একটি কার্ড বানিয়ে নেয়। নেওয়ার পর সাংবাদিক তানজিলা ও সম্পাদক আব্দুল্লা আল মামুন ভাইকে অকথ্য ভাষায় গালী গালাজ করে এবং এনাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে অবান্তর কথা লিখে তাদের মান সম্মান খুন্ন করছে।আমার জানামতে সাংবাদিক তানজিলা অত্যান্ত দক্ষ ও পরিশ্রমী একজন সংবাদকর্মী। এ যাবৎ কালে সাংবাদিক তানজিলার কোন ব্যাড রেকড নজরে আসেনাই। তাই প্রশাসনের নিকট আবেদন করছি এমন ঘৃন কাজের জন্য তাকে কঠিন থেকে কঠিন তম শাস্তি দাবি করছি। এ ব্যাপারে বাগেরহাট থানার ওসি সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *