1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

বিখ্যাত মাদক ব্যবসায়িক কিবরিয়া হুমকি দিয়েছে সাংবাদিক কে মেরে ফেলার জন্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৪২ Time View

 

বিখ্যাত মাদক ব্যবসায়িক কিবরিয়া হুমকি দিয়েছে সাংবাদিক কে মেরে ফেলার জন্য মো: রুবেল হোসাইন তুহিন তালুকদার, সম্পাদক ও প্রকাশক:ডেইলি সিরাজগঞ্জ কন্ঠ ২৪.কম ও দৈনিক ভয়েস অব সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ সদর থানার মাননীয় জেলা প্রশাসক,এস পি মহোদয়, সিরাজগঞ্জ সদর থানার ওসি ও অধ্যাপক, ডা.হাবিবে মিল্লাত মুন্না এম পি মহোদয় এর দৃঢ় আকর্ষন করে জানাচ্ছি যে, সিরাজগঞ্জ সদর থানার পুলিশ কি জনগণের সেবক নাকি মাদক ব্যবসায়িকদের বন্ধু? গতকাল রাতে আমি ৯৯৯ এর সাথে কথা বলে সিরাজগঞ্জ সদর থানার সাথে কনফারেন্স এর মাধ্যমে কথা বলে ১০ হাজার পিস ইয়াবার চালান রাজশাহী থেকে রাজন নামের এক মাদক ব্যবসায়িক মো: কিবরিয়া এর নিকট হস্তান্তর করেন এই তথ্য জানানো হলে ৯৯৯ সিরাজগঞ্জ সদর থানাকে কে কান্দাপাড়া গিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবসথা নিতে বলে এবং সদর থানাকে বলে দেন যেন আমার নাম গোপন রাখে কিন্তু সদর থানার যে টিম কান্দাপাড়া মো: কিবরিয়া, পিতা: মো: রফিক এর বাসায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে তা তারা নিয়ে যায় এবং ইয়াবা ব্যবসায়িক কিবরিয়ার নিকট থেকে নগদ টাকা ঘুষ দিয়ে তাকে ছেড়ে দিয়ে যায় ও আমার নাম ও মোবাইল নম্বর কিবরিয়া কে দিয়ে যান। আজ সকাল ৭টা ১২ মিনিটে কিবরিয়া আমাকে কল দিয়ে বলে আমি প্রতি মাসে থানায় মানতি দেই আর তুই আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করাবি তা কোন দিন ও পারবি না কারণ আমি থানা কনটাক্ট করে মানতি দিয়ে ব্যবসা করি এবং সে আমাকে মেরে ফেলার হুমকি দেন।এ বিষয়ে আমি ৯৯৯ এর সাথে যোগাযোগ করে সদর থানার সাথে কনফারেন্স এর মাধ্যমে কথা বললে ওসি হুমায়ূন কবির বলেন সিরাজগঞ্জে কি আর কোন সাংবাদিক নেই আপনি শুধু মাদকের নিউজ করেন।অথচ আগের ওসি মো: নজরুল সাহেব মাদকের নিউজ করলে তদন্ত করে মাদক ব্যবসায়িক কে গ্রেফতার করতো।আমার নিউজের ভিত্তিতে ওসি নজরুল সাহেব এর আগে ১৩ জন মাদক ব্যবসায়িক কে গ্রেফতার করেন।এখন আপনাদের নিকট প্রশ্ন আমার আমরা যারা সাংবাদিক আছি তারস কি মাদকের নিউজ আর করবো না।যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ও সিরাজগঞ্জের একমাত্র অভিভাবক অধ্যাপক, ডা.হাবিবে মিল্লাত মুন্না এম পি মহোদয় মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছেন সে পরিস্থিতিতে কিছু অসাধু পুলিশের জন্য মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে আর জানিনা আমার মত কত সাংবাদিক মাদক ব্যবসায়িক নিকট থেকে মৃত্যুর হুমকি পাইতেছি কিছু অসাধু পুলিশ এর সহযোগিতায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd