বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি/

বিদ্যুৎস্পৃষ্ট রাসেলকে বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে ফায়ার সার্ভিসের গাড়িতে উঠানো হচ্ছে। প্রবা ফটো
বিদ্যুৎস্পৃষ্ট রাসেলকে বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে ফায়ার সার্ভিসের গাড়িতে উঠানো হচ্ছে। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভরপাশায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাসেল হাওলাদার একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাছ ব্যবসায়ী সহিদের সঙ্গে গাছ কাটতে যান শ্রমিক রাসেল। গাছ কাটার সময় একটি মিটারের সংযোগ লাইন বিচ্ছিন্ন করতে বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন রাসেল। এ সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলতে থাকেন তিনি। পরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে রাসেলকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের চাচা তাজেম হাওলাদার বলেন, রাসেলকে বৈদ্যুতিক খুঁটিতে না উঠালে সে মারা যেত না। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেব।

ওসি আফজাল হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।