বিরল উপজেলার ২ নং ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ

মোঃজাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরল উপজেলার ২ নং ফরক্কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৎ ,যোগ্য, মেহনতি মানুষের আস্থা ২ নং ফরকাবাদ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের গণসংযোগ চলমান। তিনি ১৯৯৭ সাল থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিরল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বিরল উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ২ নং ফরকাবাদ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে বলেন, আমি সব সময় জনগণের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তিনি আরো বলেন ২০১৯ সালে করোনা মহামারী চলাকালে এলাকার দুঃস্থ, অসহায় মানুষের পাশে আমি ছিলাম। ২০১৭ সালে বন্যার সময় আমি অসহায়, দুঃস্থ মানুষের সঙ্গে ছিলাম আজও আছি, ভবিষ্যতেও থাকবো। দীর্ঘদিন থেকে রাজনীতিতে থেকে এ কর্মকাণ্ডগুলো আমি করে আসছি। বর্তমানে বর্তমানে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। চেয়ারম্যান নির্বাচিত হলে ২ নং ফরকাবাদ ইউনিয়নকে একটি আধুনিক মডেল, স্মার্ট ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করব।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *