বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সাথে মত বিনিময় সভায় স্বরূপ বকসী বাচ্চু

—————————————-
বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে
রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়
======================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালী ব্যক্তিদের তাদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাদেরকে সমাজের বোঝা না মনে করে উন্নয়নের অংশিদার হিসেবে গড়ে তুলতে হবে।
৬ মে শনিবার দিনাজপুর শহরের সুইহারী পেমি মিশনারিজ স্কুলের সার্বিক তত্ত্বাবধানে জাপানী বয়স্ক মহিলা নাওসি রিডা’র পরিচালনায় ‘জয় জয়’ প্রজেক্টের আওতায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়ে ও তাদের অভিভাবকদের সহযোগিতায় গড়ে উঠা ডে কেয়ার স্কুলে পরিদর্শনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাজেদুর রহমান দুলাল বলেন, প্রতিবন্ধী ছেলে-মেয়েরা করুনা চায় না। চায় ভালোবাসা। তাদের পরিচর্যা, ¯েœহ ভালোবাসার মাধ্যমে তাদের সুরক্ষা দিতে হবে। সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ বলেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণে এবং সেবার মানসিকতা নিয়ে সুদুর জাপান থেকে নাওসি রিডা এসেছেন বাংলাদেশে এবং তার দেশের পরিবারের সদস্যদের ছেড়ে একই নিঃস্বার্থভাবে প্রতিবন্ধী শিশুদের সেবা করে যাচ্ছেন। তাদে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আরও বক্তব্য রাখেন দৈনিক সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মমিনুল হাসান মমিন, বার্তা সম্পাদক মোঃ আছলামুর রহমান মাহবুব । জানা গেছে, উক্ত ডে কেয়ার সেন্টারে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের আনার জন্য অটো রিক্সা রয়েছে। তাদের খাওয়া-দাওয়ার সব সেন্টারের মাধ্যমে ফ্রি পরিচালিত হয়ে আসছে। উল্লেখ্য, দেশের মোট জনসংখ্যার ২ দশমিক ৮০ শতাংশ প্রতিবন্ধী। এক্ষেত্রে ১১ ধরনের প্রতিবন্ধীতার শিকার তারা। ২০১১ সালের জনসুমারির তথ্য অনুযায়ী মোট প্রতিবন্ধীর সংখ্যা দাঁড়াই ৪০ লাখ ৩৩ হাজার ২৬৮ জন। অনেকেই মনে করেন এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পরিদর্শনকালে অতিথিবৃন্দ এইসব প্রতিবন্ধীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।