ব্যাংদহা এডিএস প্রেস ক্লাবে পত্রদূতের ৩০শে পদার্পণে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
সাতক্ষীরা সদর উপজেলা এডিএস প্রেসক্লাব কতৃক আয়োজিত ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় দৈনিক পত্রদূত পত্রিকার ৩০তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল কুমার দাস, ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও সাংবাদিক মো. আরশাদ আলী, জোড়দিয়া গোবরদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু ঘোষ, ডিবি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার, ব্যাংদহা বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার দাস, সাবেক ইউপি সদস্য মহাদেব কুমার, দৈনিক পত্রদূতের চীফ রিপোর্টার মো. আব্দুস সামাদ, অনলাইন ইনচার্জ মো. আসাদুজ্জামান মধু, পত্রদূতের নিজস্ব প্রতিনিধি প্রভাষক মো. হেদায়াতুল্লাহ, জিএম আমিনুল হক, এস এম বিপ্লব হোসেন, ইব্রাহিম খলিল,দৈনিক সাতক্ষীরার সকাল প্রতিনিধি আব্দুল মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক সাতক্ষীরার রুপকার স ম আলউদ্দীনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডের গুরুত্ব তুলে ধরে গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং দৈনিক পত্রদূত পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক কাফেলা প্রতিনিধি ও ইউপি সদস্য মো. আবু সালেক।