মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজ পুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ২২ জানুয়ারি সোমবার ফাঁড়ীর আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ১চোরকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে।
জানা গেছে, সম্প্রতি এলাকায় চোর চক্রের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং যত্রতত্র অহরহ চুরি হওয়ায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের আছরোপ আলী গাজীর পুত্র হাফিজুল ইসলাম(২৮) কে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছেন। ইতোপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত আন্ত: জেলা চোর চক্রের সদস্য এবং ব্রহ্মরাজপুরের চুরির ঘটনায় জড়িত থাকতে পারে বলে পুলিশ জানিয়েছেন।
Leave a Reply