ভোলায় গ্লোবাল টিভির প্রতিনিধি অনিকের নামে মিথ্যা মামলাঃ এসইউএসবি’র তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ!

প্রেস রিলিজ,
ঢাকাঃ- ১১নভেম্বর, ২০২২ইংরেজি, শুক্রবার।

সংবাদ প্রকাশের জের ধরে ভোলায় গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি অনিক আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি)।
১১নভেম্বর শুক্রবার সন্ধায় বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত, আধুনিক প্লাটফরম, জাতীয় সাংবাদিক সংগঠন, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর, সাবেক সভাপতি শিব্বির আহমদ ওসমান, সহ সভাপতি এস এম নওরোজ হিরা, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী ও কর্ম পরিষদ সদস্য মাসুমা জাহানসহ সংগঠনের নেতৃবৃন্দরা গণমাধ্যমে এ প্রতিবাদ বিবৃতি পাঠিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানভীর হোসাইন ইরাক।

নেতৃবৃন্দর বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের জের ধরে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে জানান।

নেতৃবৃন্দরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে বলেও জানান।
/
/
/
বার্তা প্রেরকঃ- তানভীর হোসাইন ইরাক, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি), কেন্দ্রীয় কমিটি।