মসজিদের টাকার কমিশনের ভাগ নিয়ে দুই পক্ষের কমিটির মধ্যে সংঘর্ষে নিহত ১জন

ছালেম বিন নুর
বিশেষ প্রতিনিধি

রংপুরের হারাগাছে মসজিদের টাকা কালেকশনকে কেন্দ্র করে কমিটির দুই পক্ষের বিরোধে সংঘর্ষে মারা গেছে একজন। আহত হয়েছে দুইজন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, হারাগাছ পৌরসভার জুম্মার পার জামে মসজিদের উন্নয়নের কালেকশনের টাকা থেকে আদায়কারীদের ২৫ ভাগ দেয়ার সিদ্ধান্ত নেয় কমিটি। এনিয়ে স্থানীয় আব্দুল বারী ভেলুমিয়া এবং দয়াল মিয়া নেতৃত্বে দুটি কমিটির পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপ তৈরি হয়।দয়াল মিয়ার পক্ষ থেকে কমিটির ওই সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখি করা হয় এ নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। মাগরিবের নামাজের পর দয়াল মিয়া তার লোকজনসহ মসজিদ থেকে বের হলে আব্দুল বারী ভেলু মিয়ার লোকজন তাদের ওপর হামলা চালায়।এসময় উভয় পক্ষের সংঘর্ষে দয়াল মিয়ার ভগ্নীপতি নাজমুল আলম (৪৫) গুরুতর আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১০ তিনি মারা যান। আহত হয় দয়াল মিয়া ও নুর আলম।পুলিশ এ ঘটনায় আব্দুল বারী ভেল্লো মিয়া, তার তার পুত্র লিওন ও রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজনরা এ ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন।
মসজিদের মুসল্লীর একজন বলেন মসজিদ আল্লাহর ঘর এখানে মারামারি শোভা পায় না। এখানে দুইপক্ষের লোকই ধর্ম ব্যবসায়ী মসজিদের নামে চাঁদা আদায় করে তাঁদের মাঝে বন্টন করে থাকে। এ সমস্ত কমিটি বর্জন করে। সরকারী ভাবে কমিটি গঠন করে সঠিক জায়গায় মসজিদের কল্যাণে এ অর্থ ব্যবহার হোক।